Posts

কবিতা

০২৬৫ লোকগীতি: সত্য মিথ্যা

March 5, 2025

তারিক হোসেন

31
View

           সত্য মিথ্যা

জীবন আমার মিথ্যায় ভরা, সত্যের দেখা পাই না ;
সত্য পথের মানুষ আমি, একজনও খুঁজে পাই না।২

জুয়ান দেখলাম বুড়া দেখলাম, অন্ধকারে সবাই সমান;
ধনী গরিব একই পথে, দিবানিশি করে গমন।
সুযোগ পেলে সবাই চিতা, সুযোগ সবাই পায় না।ঐ

যাদের কাছে শিখেছি আমি, তাদের মাঝে সত্য নাই;
ভালো মানুষ বলছি যাদের, তাদের কাছে মিথ্যা পাই।২
সবাই মিথ্যা স্বার্থ বোঝে, সত্য পথে চলে না।ঐ

টাকা পয়সায় মানুষ মাপে, ভালো মানুষের কদর নাই;
সবাই ভালোর লেবাস গায়ে, আসল ভালো কেউ নাই।২
সবার খবর সবাই জানে, আসল সত্য বলে না।ঐ

Comments

    Please login to post comment. Login