Posts

কবিতা

০২৬৬ লোকগীতি: তোমায় যেন পাই

March 5, 2025

তারিক হোসেন

86
View

      তোমায় যেন পাই

বিধির কাছে চাই গো আমি, তোমায় যেন পাই; 
তোমায় না পাইলে বন্ধু, কিছুই পাওয়ার নাই।২

দিবা নিশি যারে আমার, শুধু মনে পড়ে;
তারে ছাড়া এখন আমি, বাঁচি কেমন করে।২
মন প্রাণ উজাড় করে, তোমায় শুধু চাই।ঐ

বার বছর চাইতে চাইতে, পেলাম তোমার দেখা;
জানি না কি আছে বন্ধু, ভাগ্যে আমার লেখা।২
বাকি জীবন তোমায় নিয়ে, কাটিয়ে দিতে চাই।ঐ

আশায় আশায় জীবন কাটে, আশা পূরণ হয় না; 
সুখ পাখিটা দেখা দেয়, আমার হয়ে যায় না।২
তোমায় ছাড়া থাকতে পারি না, সুখ পাখি তোমায় চাই।ঐ

Comments

    Please login to post comment. Login