Posts

কবিতা

০২৬৭ লোকগীতি: লীলা চাই না

March 5, 2025

তারিক হোসেন

27
View

         লীলা চাই না

মন না বুঝলে হবে না প্রেম;২ লীলা আমি চাই না।
লীলার জন্য আসে সবাই, মন তো বুঝতে চায় না।২

ভালোবাসা আপন করে, নিজের কভু করে না;
মনের মানুষ পাশে থাকলে, কত শান্তি জানো না।২
সুযোগ পেলে হাতটি ধরো, গায়ে পড়তে ছাড়ো না।ঐ

যতই তুমি ভালোবাসো, করো আমায় আপন; 
দেখি ও না বন্ধু আমার সাথে, গোপন লীলার স্বপন।২
লীলার জন্য আসে যারা, তারা ভালোবাসে না।ঐ

ভালোবাসা শান্তি দিবে, যদি পবিত্র রাখা যায়;
মনে মনে এক মন হলে, এমন প্রেম করা যায়।২
ভালোবাসা লীলা খেলা, এক হতে পারে না।ঐ

Comilla University, March 5, 2025.

Comments

    Please login to post comment. Login