Posts

কবিতা

০২৬৮ লোকগীতি: জোড়া তালির জীবন

March 5, 2025

তারিক হোসেন

82
View

       জোড়া তালির জীবন

জোড়া তালির জীবন আমার, একদিন ভালো যায় না; 
সুখ পাখি মোর সোনার হরিণ, আমার কভু হলো না।২

যেদিন আমার পরান পাখি, আমায় ছেড়ে যায়; 
আমার বুকের মায়ার চাদর, ঝড়ে উড়ে যায়।২
মন পিঞ্জিরায় ঝড় বহে, শান্ত কভু হয় না।ঐ

তুমি চাইলে ঠিকই পারতে, আমার আপন হতে; 
সারা জীবন বুকের মাঝে, আমায় রেখে দিতে।২
আমি শুধু চাইলাম তোমায়, তুমি কভু চাইলে না।ঐ

যারে আমি বাসিলাম ভালো, সে তো আমায় বুঝলো না;
সারা জীবন কষ্টই দিল, ভালোবাসা দিল না।২
মনরে বলি ভুলে যেতে, মন কভু ভলে না।ঐ

Comilla University, March 5, 2025.

Comments

    Please login to post comment. Login