সালাতে দাড়িয়ে প্রার্থনা করি
ওগো রহিম রহমান,
সত্য বলার শক্তি দিও
বাড়িয়ে দিও সম্মান।
সাহস দিও যুদ্ধ করার
দ্বীন প্রতিষ্ঠার তরে,
শক্তি দিও বাহুতে আমার
খুশি হৃদয় ভরে।
মানুষের কল্যাণে লাগিয়ে দিও
ধৈর্য দিও মনে,
থাকি যেন সকল সময়
আমি তোমার সনে।
বিপথে যেন কভু আমি
নাহি যেতে পারি,
সকল সময় তোমার কাছে
এই প্রার্থনা করি।