Posts

চিন্তা

শূন্যতার মাঝে নিজেকে আবিষ্কার

March 8, 2025

রায়হান সিদ্দিকী

23
View

গল্পের নাম: "শূন্যতার মাঝে নিজেকে আবিষ্কার"
      শখের লেখক

ফেব্রুয়ারির শেষের রাত। ঘড়ির কাঁটা তখন ১:৪০। বাইরে এক অদ্ভুত নীরবতা, যেন পুরো শহর ঘুমিয়ে গেছে। রুমের লাইট বন্ধ, এক রুমমেট গভীর ঘুমে, আরেকজন ফোনের স্ক্রিনের আলোয় মগ্ন। অথচ আমি... আমি কেবলই শূন্যতার মাঝে ডুবে আছি।

আমি জানি না, আজকের রাতটা এত ভারী কেন লাগছে। ফাগুন এসেছে, বাতাসে হালকা শীতলতা, কিন্তু আমার হৃদয়ের ভেতর যেন কেবল একটাই মৌসুম—শূন্যতার।

আমি জানি, এই দুনিয়ায় ব্যর্থতা নতুন কিছু নয়। কিন্তু কেন যেন আমার ভেতরে প্রশ্ন জাগছে—আমি কি সত্যিই ব্যর্থ?  

আমি বুঝতে পারছি, আমি আল্লাহর থেকে সরে যাচ্ছি। আমি একসময় নামাজ পড়তাম, দোয়া করতাম, কিন্তু এখন? এখন আমি কেবলই শূন্যতায় ডুবে থাকি। মনে হয়, আল্লাহ যদি একদিন বলেন—"তুই তো আমাকেই ভুলে গেছিস"সে জন্য আল্লাহ কবে রাগ করে বলে, "তরে আর আমার পৃথিবীর আর অক্সিজেন নষ্ট করতে দিব না।‌"—তখন আমি কোথায় দাঁড়াবো?

বাবা-মায়ের সাথেও আগের মতো কথা বলতে পারছি না। তাঁদের মুখের দিকে তাকালে মনে হয়, আমি তাঁদের কতটা কষ্ট দিচ্ছি। তাঁরা আমার জন্য সবকিছু করেছেন, অথচ আমি...?

আর সেই মানুষটা, যে সবসময় আমার পাশে ছিল? আমি কি সত্যিই ওকে হারিয়ে ফেলব? নাকি আমি নিজেই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি?

রাত বাড়ছে, কিন্তু আমার চিন্তা থামছে না। আমি জানি, এই জীবন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমি কি কিছুই করতে পারব না?

হয়তো আমি আসলেই একটা ভুল জায়গায় আটকে আছি। হয়তো আমি চেষ্টা করলেই সব বদলে দিতে পারব।

আমি জানি না, সবকিছু ঠিক হবে কি না। কিন্তু আমি এটুকু জানি, আমি চেষ্টা করব। আমি শূন্যতায় ডুবে থাকব না। আমি আবার আল্লাহর দিকে ফিরব, বাবা-মায়ের দিকে তাকাবো, নিজের স্বপ্নগুলোর দিকে ফিরব।

বাল্বের ফিলামেন্ট পড়ে গেল আলো নিভে যায়,
কিন্তু মানুষ অন্ধকারে পড়লে ঐ রাস্তায় হাঁটতে থাকে,,"সেই ফিলামেন্ট টা খুঁজতে" হয়তো আমার লাইফে ফিলামেন্ট হারিয়ে ফেলেছি,, কিন্তু অন্ধকারে নিজেকে নিমজ্জিত হতে না দিতে ফিলামেন্ট টা খুঁজতে হবে।

আমি জানি না, আগামীকাল কেমন হবে। কিন্তু আমি অন্তত আজকে একটা পরিবর্তন শুরু করতে চাই।
---
#ছোট_গল্প
#অজানা_কে_জানার_খুঁজে
#শূন্যতার_মাঝে_নিজেকে_আবিষ্কার
#শখের_লেখক
#গল্প_সন্ধ্যা

Comments

    Please login to post comment. Login