Posts

গল্প

রূপকথার জগৎ। 🌟

March 10, 2025

Abu Talha

9
View

এক ছিল রাজকুমারী। তার নাম ছিল মায়াবী। 👸 মায়াবীর চোখ দুটো ছিল হরিণের মতো, আর হাসিটা যেন সকালের সূর্যের আলো। ✨ সে বাস করত সবুজ অরণ্যের ধারে এক ছোট্ট কুঁড়েঘরে। 🏡

একদিন, মায়াবী ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে গেল। 🌳 সেখানে সে দেখল এক বিশাল গাছ, যার ডালে বাঁধা আছে একটা সোনার ঘণ্টা। 🔔 ঘণ্টাটা বাজাতেই এক রূপকথার রাজ্যে পৌঁছে গেল মায়াবী। 🏞️

সেখানে তার সাথে দেখা হলো এক বাঁদর রাজার। 🐒 বাঁদর রাজা মায়াবীকে বলল, “ এই রাজ্যে আসতে হলে তোমাকে তিনটি পরীক্ষা দিতে হবে।” মায়াবী রাজি হলো। 💪

প্রথম পরীক্ষা ছিল একটি ধাঁধা মেলানো। 🧩 মায়াবী তার বুদ্ধি দিয়ে ধাঁধাটি মিলিয়ে দিল। দ্বিতীয় পরীক্ষা ছিল একটি ভয়ানক ড্রাগনের সাথে লড়াই করা। 🐉 মায়াবী তার সাহস দিয়ে ড্রাগনকে হারিয়ে দিল। তৃতীয় পরীক্ষা ছিল একটি জাদু আয়নার প্রশ্নের উত্তর দেওয়া। 🔮 মায়াবী সঠিক উত্তর দিয়ে সেই পরীক্ষাতেও পাশ করলো। ✅

বাঁদর রাজা খুশি হয়ে মায়াবীকে একটি সোনার আপেল দিল। 🍎 সেই আপেল খেয়ে মায়াবী দেখল, তার চারপাশের সবকিছু বদলে যাচ্ছে। 💫 সে আবার তার নিজের কুঁড়েঘরে ফিরে এলো। 🏡

তখন মায়াবী বুঝলো, আসল সৌন্দর্য বাইরের রূপে নয়, ভেতরের মনে। ❤️ এরপর থেকে মায়াবী গরীব- দুঃখীদের সাহায্য করতে শুরু করলো এবং সুখে- শান্তিতে জীবন কাটাতে লাগলো। 😇

Comments

    Please login to post comment. Login