আসলে কর্পোরেট নিয়মে বাঁধা জীবনে যখন মাঝে মাঝে সে কাগজ- কলম নিয়ে বসে- নিজেকে যখন বিবেকের আয়নায় ব্যবচ্ছেদ করে তখন তার পরাজয় হলেও কোনো দুঃখ নেই। কেননা সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহসটুকুই তার কাছে বেঁচে থাকার অনন্ত অনুপ্রেরণা। বাসিরের আর কলাম লেখা হয়ে উঠে না। বরং বঙ্কিমের লেখার মধ্য দিয়ে আশেপাশের নৈমিত্তিক ঘটনার মধ্যে দিয়ে নিজেকে আবিস্কার করাটাই তার কাছে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।