লেখক প্রোফাইল

মোহাম্মদ আলী রাজ

মোহাম্মদ আলী রাজ সাবস্ক্রাইব

আমি সমান্য এক তরুলতা,কোনোমতে মরা বাঁশ বেয়ে উঠতে পারলেই খুশি।বটবৃক্ষের ন্যায় দাঁড়িয়ে থাকা আমার সহে না।

পোস্টস

চিন্তা

সুপ্ত ইচ্ছা

একদিন খুব ভোরে ডাকপিয়ন সাজে সাইকেল'র ঘণ্টি বাজিয়ে তোমাদের বাড়ির সামনে শ্বেত পাথরের রাস্তায় হেটে যাবো। নীল খামে খুশির রঙ পৌঁছে দিব সবার ঘরে।

প্রবন্ধ

গান ও সঙ্গীত

যদি জিজ্ঞেস করা হয় প্রথম সঙ্গীত সম্পর্কে তা হলো, বাতাসের ফিসফিস, পানির ছলছল শব্দ, পাখির ডাক, শুকনো পাতার মরমর শব্দ। এই সবকিছু থেকেই ক্রমান্বয়ে আজকের এই সঙ্গীত।