July 27, 2025 কবিতা পতঙ্গ হয়ে পুড়ি পতঙ্গ হয়ে পুড়ি অমল সরকার তুমি চোখের ঈশারা করো যখন পতঙ্গ হয়ে ধেয়ে গিয়ে আমি পুড়ি সুধাময়ী কণ্ঠের ডাক যখনো শুনি বাঁশির অলার মতো ইঁদুর পড়ি পানি। কোকিলের মতো গেয়ে চলো গান আমি তখন ওই মধুর সুরে দেই প্রাণ যখন... Omol Sarkar
July 26, 2025 কবিতা কলঙ্কিত চাঁদ কলঙ্কিত চাঁদ অমল সরকার তুমি নিলে মুখ ফিরিয়ে আমায় দিয়ে ফাঁকি যে আমি তোামার জন্য কাঁদি জগত ঘুরে মরি তোমার বিচ্ছেদ জ্বালায় পুরে পুরে। এই যদি তোমার ছিলো মনে ঘর করবে আরেক জনের সনে আগে থেকে কেন বলোনি কেন আমাকে... Omol Sarkar
July 25, 2025 কবিতা হৃদয়ে রক্ত ক্ষরণ কবিতা হৃদয়ে রক্ত ক্ষরণ অমল সরকার দীর্ঘদিন বুনে চলা সম্পর্কের ক্ষেত্র দেখাদেখি চোখাচোখি ভাব বিতরণ একটি কাঙ্খিত ফাঁদে দেয়া পর্দাপন প্রেমের সরোবরে ডুবিয়া আবগাহণ। নেশায় বুঁদ ভালবাসার কাঙাল হয় দুই হাত পেতে মনের পাত্রে ভিক্ষায় দিল সে ঝোলায় ভরে আপনার... Omol Sarkar