July 24, 2025 কবিতা কলি ফুটেছিলো কলি ফুটেছিলো অমল সরকার কলি ফুটেছিলো বসন্তদিনে ফাগুনের কৃষ্ণচূড়ার শাখে কোকিলের ডাকে। কলি ফুটেছিলো নিশিতে সগোপনে অলির গুঞ্জনে চন্দ্রিমা রাতে হাজার তারকা সাক্ষী করে। কলি ফুটেছিলো অষ্টাদশী যৌবণা রুপে সূর্যের আলো ম্লান করে দীপ্তৃময় হয়ে পাখির গানের তালে কণ্ঠস্বরে। কলি... Omol Sarkar