- Status Active
- Member since October 25, 2025
- Post Count ৩
- Purchase Count ০
- Sales Count ০
40 reputation points
LEVEL 1
60 points to LEVEL 2
Achievements earned
First Post
The Wordsmith 3%
Writing
মোঃ শওকত আলী খান।বর্তমান ঠিকানা গাজীপুর।তার স্হায়ী ঠিকানা সিরাজগন্জ জেলার সদর থানার বাগবাটি ইউনিয়নের অন্তরগত ঘোড়াচরা গ্রামে।হাইস্কুল জীবন থেকেই তিনি টুকটাক লেখালেখি শুরু করেন,যা পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে।তিনি পূর্বে অরিয়েন্ট অ্যালিউর নিট ওয়্যার লিমিটেড,টঙ্গী,ঢাকা-তে কমার্শিয়াল অফিসার হিসেবে দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন।এর আগে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন,প্রোগ্রাম অর্গানাইজার,ব্র্যাক সেন্টার,ওয়্যারলেস গেট,মহাখালী,ঢাকা।কমার্শিয়াল অফিসার জায়ান্ট গ্রুপ বনানি, ঢাকা।কমার্শিয়াল অফিসার,রোয়া ফ্যাশন,গাজীপুর ঢাকা।কমার্শিয়াল অফিসার,আবদুল হাই নিটওয়্যার লিমিটেড,মোচাক,গাজীপুর।তার কর্মজীবনের অভিজ্ঞতা বাণিজ্যিক ব্যবস্থাপনা,প্রশাসনিক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিককে সমৃদ্ধ করেছে। সরকারি তিতুমীর কলেজ থেকে M.S.S(মাস্টার অব সোশ্যাল সায়েন্স)ডিগ্রি অর্জন করেছেন ২০০২।প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন বই “আমদানি রপ্তানির জানা-অজানা”আমদানি রপ্তানির প্রতিটি ধাপ, নিয়ম ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে এক অনন্য সংকলন।