লেখক প্রোফাইল

আব্দুল হাফিজ
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ৩০ জুন ২০২৪
  • পোস্ট সংখ্যা ৩৫
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

আব্দুল হাফিজ

কবিতায় সব। সঁপেছি এ মন ও প্রাণ

লেখকের পরিচয়ে লেখার মান বাড়ে না। লেখার মান লেখককে পরিচিত করে পাঠকের কাছে। বিদগ্ধ পাঠক মাত্রই লেখাকে গুরুত্ব দেন লেখকের চেয়ে।
একজন লেখক হওয়ার জন্য কঠোর সাধনার প্রয়োজন হয়। রাতকে দিন, দিনকে রাত এবং জীবন থেকে কিছু আনন্দ বিসর্জন দিতে হয় লেখক হওয়ার জন্য। জাত কবি, জাত লেখক, জাত গবেষক তাঁরা নিজেকে বিলিয়ে দেন অকাতরে। লিখে যান অবিরাম -অবিরত। লেখার মাধ্যমে  গুটিকয়েক লেখক অর্থ উপার্জন করে নাম-ডাক ও অর্থনৈতিক স্বচ্ছন্দ  পেয়েছেন। অধিকাংশ লেখক অভাব অনটনে দিনযাপন করেন। লেখা লেখকের নেশা। তাই পেট চলুক বা নাই চলুক তিনি লিখতে থাকেন।

আমি আমৃত্যু কবিতার সাথেই ঘর করতে চাই। বাঁচতে চাই সুন্দরে।
আমার একটি কাব্যগ্রন্থ আছে। নাম "তবু অনন্ত জাগে"। এটি প্রথম কাব্যগ্রন্থ। রকমারি ডট কম, বিডি বুকস ও পিবিএস ডট কম থেকে সংগ্রহ করা যায় অনলাইনে। পাঠকদের নিকট নিবেদন রইল  বইটি পড়ার জন্য। 

নির্বাচিত পোস্টস

সব পোস্ট