Posts

বাংলা সাহিত্য

পঞ্চ পান্ডবের একজন অমিয় চক্রবর্তী (Premium)

August 1, 2024

আব্দুল হাফিজ

0
sold
আধুনিক কবিতার ভাব,দর্শন  ও রসের ক্ষেত্রে যিনি বিশেষ সংযোজন ঘটিয়েছেন তার নাম অমিয় চক্রবর্তী। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে তিরিশের দশকের কবি বা কল্লোলের কবি হিসেবে শীর্ষস্থান দখল করে আছেন। তিনি আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী। তাঁর কবিতাগুলোতে গদ্যশৈলীর ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। তিনি শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর জন্ম ১০ এপ্রিল, ১৯০১। মৃত্যু বরণ করেছিলেন ১২ জুন, ১৯৮৬ খ্রিষ্টাব্দে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login