- Status Active
- Member since June 4, 2025
- Post Count ২
- Purchase Count ০
- Sales Count ০
50 reputation points
LEVEL 1
50 points to LEVEL 2
Achievements earned
First Steps
First Post
The Wordsmith 2%
শিক্ষক, প্রাবন্ধিক, কলামিস্ট, গবেষক
লেখালেখির প্রতি আমার প্রথম অনুপ্রেরণা আমার পিতা তথ্যবুদ্ধা, মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী রহ. থেকে। তাঁর কলমে ইতিহাস যেন প্রাণ পেত, আর সেই দৃশ্য আমার হৃদয়ে গেঁথে গিয়ে জন্ম দিয়েছে লেখার অদেখা স্বপ্ন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আবুল আসাদের লেখা ‘সাইমুম সিরিজ’ আমাকে গল্পের জাদুতে বাঁধে, সাহস আর স্বপ্নে ভরা সেই পাতাগুলো আমার মনে রঙিন আল্পনা এঁকে দিয়েছিলো। বাংলা ভাষার প্রতি মায়া- মমতা আর গভীর ভালোবাসা জন্মে আবু তাহের মিসবাহ সাহেবের কাছ থেকে। তাঁর উচ্চমানের সাহিত্য আর চিন্তার গভীরতা আমাকে শিখিয়েছে—লেখা শুধু অক্ষর নয়, একটি জীবন্ত ভাবনা। আর সেই ভাবনাকে সহজ সাবলীল করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার শিল্প শিখিয়েছেন হুমায়ুন আহমেদ। তাঁর মাটির গন্ধমাখা গল্প আর হাসির ছোঁয়া আমার কল্পনায় আলো জ্বালায়। আমি লেখক নই, তবে এই মহৎ লেখকদের পদচিহ্ন অনুসরণ ও তাঁদের অনুকরণ করে একদিন লেখক হওয়ার স্বপ্ন দেখি। তাঁদের ঋণে আমার কলম আজও শিখছে, বুঝছে- এগিয়ে চলার চেষ্টা অব্যাহত রেখেছে।