২১
শত্রুর চেয়ে বড় জানবে কুচক্রকারী
কুচক্রীর চেয়ে বড় পিছে আঘাতকারী
২২
আমার পথ আটকাতে কাঁটা বিছালে তুমি?
আমি তো তোমার উদ্ধারে সাফ করছি ভূমি!
২৩
কৃপণ যতই হোক বুকের বিপদে পিঠ দেখাবে নিশ্চিতে
আত্মাবান যতই হোক পিঠের পিঠ দেখাবে না বিপদে
২৪
শত্রুরা মনে করে করুক-না আপদ আমায়
মশাল আমার জ্বলবে শত্রুকেও পথ দেখায়
২৫
আমার খালেবিলে ডুবডোবায় মুক্তা রাশি রাশি
পাথর খুঁজে মরিছি আমি আরবসাগর সাঁতারি
২৬
হাত যত প্রসারিত দুনিয়ার উপকারে
কপাল ততই প্রসন্ন হবে ভাগ্যপ্রসারে
২৭
জীবন একটিমাত্র দিনের ভ্রমণ
দিনশেষে গন্তব্যে ফিরলাম এখন
২৮
মন সুন্দর যার কর্ম সুন্দর তার
বিশ্রী মনের মানুষের বিশ্রী কারবার
২৯
হেরে যাওয়ার জন্যে আফসোস করবে তখন
লড়ে যাওবার জন্যে বাকি থাকবে না একটি পল
৩০
দুদিনের ভ্রমণে হয় বিশ্ব চেনা
অচেনা শুধু চেনা পথের ঠিকানা
45
View