সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহঃ যখন জেরুজলেম জয় করেন...তখন খ্রিস্টান ক্রুসেড সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী রহঃ কে বলেছিল আজ আমরা জেরুজালেম ছেড়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার জেরুজালেম দখল করবে.!
কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এক একটা সেনাপতির জন্ম হবে..তাদের জেরুজালেম পুনরুদ্ধার করার আকাঙ্ক্ষা থাকবে...আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জেরুজালেম দখল করার পর মুসলমানরা এত সহজে আবার জেরুজালেম দখল করতে পারবে না.!
কারণ আজকের সালাউদ্দিন আইয়ুবী সেদিন থাকবে না,আর পৃথিবীতে আরেক জন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম এত সহজে হবে না..!
জবাবে,
সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহঃ মুচকি হেসে বলেছিলেন,আজকে জেরুজালেম বিজয়ের দায়িত্ব আল্লাহ আমার হাতে দিয়েছেন..!
আমি আমার দায়িত্ব পালন করেছি,
ঐ দিন আসলে আল্লাহ আরেকজন মুজাহিদ কে এই দায়িত্ব দেবেন, সে তার দায়িত্ব পালন করবে..!🇹🇷🥰
বিশ্ব আরেকজন সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় 🤲
মুহাম্মদ মেরাজুল ইসলাম কাদরী