প্রতিটি ভুলের কারণে আমি লজ্জিত,, হে খোদা আমি গুনাহগার অনুতপ্ত 😔😔,,,জেনে কিংবা ভুলে যা গুনাহ করেছি,,,জানি সেগুলোর জন্যই আমার এত সাজা😥😥😥,,আপনার চৌকাঠে সিজদায় অবনত হইনি,,,কেবল এই দুনিয়াকেই আপন বানিয়েছি😭😭😭 তবুও আপনার রহমতের ছায়ায় সদা আশ্রিত,,,আপনাকে অভিযোগ করার মতোও কিছু নাই,,,আমার সিজদায় যেন পায় আপনার নজর😢😢😭 যোন আমি অন্ধকারে থাকলে উদিত হয় প্রবাত- প্রহর🥀🥀🥀 প্রভাব বিস্তার করুন আমার সমুহ দোয়ায়🤲🤲🤲 হে কাবার মালিক আমায় ক্ষমা করুন🙏🙏নেকির সাথে আমায় জুরে দিন।
আমার মনকে ঐদিকে ফিরিয়ে দিন। হে খোদা এমন রাস্তা আমাকে দেখিয়ে দিন। মায়ের চেয়ে বেশি আপন আপনি ছাড়া কে আছে আমার।আমাকে তুলে নিন,, আমি যাতে অন্ধকারে আর পতিত নাহ হয়।আমার এই অশ্রু আপনার আপনার দয়ার ভিখারী।অধমের কাপড়ে ঝরছে অবিরত এই অশ্রুবারি।এখনতো একটু শুনুন হে আমার খোদা। প্রতিটি ভুলের দরুন আমি লজ্জিত,,,হে খোদা আমি গুনাহগার অনুতপ্ত,,,, জেনে কিংবাভুলে যা গুনাহ করেছি,,,জানি সেগুলোর জন্যই আমার এত সাজা,,,🥺🥺🥺প্রভাব বিস্তার করুন আমার সমূহ দোয়ায়।হে কাবার মালিক আমায় ক্ষমা করুন,,, হে কাবার মালিক আমায় ক্ষমা করুন🙏🙏🙏
114
View