# মিঃ ক্ষেত ## পর্বত ### লেখা: ইকবাল সাইন আজ প্রথম দিন ভার্সিটির গেট দিয়ে আবার ধাক্কা... ঠাস!! — ঐ বেয়াদব ছেলে! মেয়েকে ধাক্কা দিতে ইচ্ছে করে, না? আমি কিছু না, শুধু শুনছি। — আর এইভাবে কি দেখছিস? মেয়ে বিয়েই ড্যাব করে তাকাতে চাই না? — (নিপা) — না মনে... সত্য আপু... — (আমি) — ওও! এখন আমি তোর অপু করছি, না? — (নিপা) — আরে নিপা, শুধু তুমি। — (মেয়ের বান্ধবী) — দেখছিস না, মনে হয় সোজা জঙ্গল থেকে ভয় পাওয়া। — (আরেক বান্ধবী) — হুম, তাও ঠিক বলেছি। এই সব ছেলেরা ছেলেরা হয়। — চলতো, এমনিতেই হচ্ছে। — (নিপা) — হ্যাঁ, চল। এই সব "ক্ষেত"দের সঙ্গে কথা বলে লাভ নেই৷ — (বান্ধবী) নিপা কথায় মেয়েটি 'চল' বলতে, আর আমি একই জায়গায় একই কথা বলে। মনে মনে আমি মেয়েটির দিকে সৃষ্ট হয়ে উঠছি না। আমি তো আমার দোকান দিয়ে হাঁটছি। আবার অনেক কিছু করে এসে ধাক্কা খেলো আর উবো আমাকে চড় মেরে বলেছে। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। আলোচনাইলম না, আমার ব্যাখ্যা আসলে কি? ভাল দেখতে না। আজই প্রথম দিন ভার্সি এলাম, তাও এই অভিজ্ঞতা! যা-ই, আগে আমার কলামটা খুঁজে বের করি। তারপর দেখা যাবে। অনেক কষ্টে আমাকে খুঁজে বের করতে— ঐ দেখ, দেখ! ক্ষেত ছেলেটা আমাদের ক্লাসমেট! — (বান্ধবী, হেসে) — তোরা কেউ এই ছেলের জন্য বসবি না। — (নিপা) আমি তোমায় আলোচনা করতে পারি না, এই মেয়েটির কী ক্ষতি হয়? এতটুকু আলোচনা পারলাম, মেয়েটি চাচ্ছে না আমি বসি। সতর্ক ক্লাসে কোনো সিট খালি নেই, তাই ইচ্ছা করে এমনটা ভাবতে হবে। এখনও আমি যেতে যেতে বসতে চাইলাম। — এই 'ক্ষত' ছেলে, তোরে না আবার আমাদের বসবি না। — (একজন ছেলে) — না, এখানে তো কোনো সিট খালি নেই। তাই এখানে বসতে চাইলাম। — (আমি) — সিট খালি নেই তো? ঐ ব্যক্তিগত লাস্ট ফ্লোরে যাচ্ছেন। — (নিপা, হেসে) — কিন্তু এখানে তো একজন বসার মতো সিট খালি আছে। — (আমি) — ছেলে এই, বেশি কথা বলো কেন? — (পাশের ছেলেটি) — নিপা এই ভার্সিটির সবচেয়ে বড়লোকের মেয়ে। আপনি টিসি দিয়ে বের করতে পারেন। তাই ও যা চাই, চুপচাপ তাই কর। — (ছেলেটি) — জি জি... আমি উনার কথার মতো লাস্টে গিয়ে ফ্লোরে বসছি। কিন্তু উনাকে এই কাজটা না করতে। — (আমি) — এই তো গুড বয়! থিয়েটারেছিস ! — (নিপা) — হ্যাঁ, হ্যাঁ... — (আমি) — সোজা গিয়ে ফ্লোরে ভয় পড়। না হলে কিন্তু নিপা কী করে, বলা যায় না। — (পাশের ছেলেটি) আমি ওদের মতো সোজা গিয়ে ফ্লোরে কথা বলতে বলতে পড়লাম। আর আমি ফ্লোরে বস বিশ্ববাসী হাসাহাসি শুরু কর। আলোচনা——নিপা, ক্ষেত শেখা তো বেশ মুরগা বানালি! আরো কত কিছু দেখতে আগুন জ্বলছে। ঠিক তখনই এক কথা বলতে — আপনি আবার আমার মেয়ে বসতে পারেন। — (পাশের মেয়ে) মেয়েটি এই বলতে আমি তাড়াহুড়ো করে জোর দিতে গিয়ে আমাদের কথা বলতে। অন্যরা তখন—— ঐ দেখ, এককেত'- এর জন্য 'অনিবেশ বসটা' দেখালো! বেশ মানিয়েছে! — মানিয়েছে কী! দেখছিস না, খাত ছেলে ছেলে খাত মেয়ে টাই ডেকে বসিয়েছে! আর ঠিক তখনই নিপা বলতে— **চলবে...** ভাল লাগলে, পরবর্তী পর্ব দেবো।
88
View