কেন কেবল মরে যেতে ইচ্ছে করে,
কেন পালাতে ইচ্ছে করে ঘুণে ধরা জীবন থেকে,
কি এক অমোঘ হতাশা - জানা নেই।
পথের শেষে পথ আছে ঠিকই,
কিন্তু সে কারো জন্য নয়।
কেন এই বেঁচে থাকা
আর কেনই বা মরে যাওয়া- এ নিয়ে মাথার মধ্যে
একশো পোকার গুঞ্জন সারাক্ষণ।
স্বপ্ন নেই, আশা নেই, ভালোবাসা নেই।
নেই কারো প্রতিজ্ঞা কিংবা কেউ নেই অপেক্ষায়,
নই কারো প্রয়োজন কিংবা প্রিয়জন।
বেঁচে থাকার প্রয়োজনে,
একটা ঝড় আসুক
আসুক তমুল বৃষ্টি,জলোচ্ছাস।
আরেকটা দূর্বিক্ষ্য হোক,
হোক আরেকবার ভুমিকম্প।
জ্বলে পুড়ে সব ছার খার হয়ে যাক্ যা কিছু পুরাতন,
পৃথিবীর বুক থেকে আরেকবার নিশ্চিহ্ন হোক প্রাণীকূল।
জীবনের স্বাদ নিতে প্রয়োজনীয় হতে চাই আরো একবার-
প্রয়োজনের চিহ্ন রেখে যেতে চাই ভবিষ্যতের জন্য।
আর কোন হতাশা, কোন অনিশ্চিৎ কিংবা অপ্রাপ্তির
আগুনে যেন কারো পুড়তে না হয়,
একটা স্বপ্ন সঞ্চারণ চিঠি লিখে রেখে যেতে চাই,
ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানায়।।