২৬
কী করলাম—করছি কী
ভাবছি বসে তা
জগতে কি আসা কেবল
খেয়েদেয়ে যাওয়া।
দেশ ছেড়ে যব দেশে দেশে
শেষসংবাদ পৌঁছে যাবে
কীর্তিকলাপ ওঠবে ভেসে
চর্চা করবে জাহাঁ।
কী করলাম—করছি কী
ভাবছি বসে তা॥
কামাই হয়েছে যা দিনেরাতে
না এলে কই কোনো কাজে
জন্ম ব্যর্থ—কর্ম অযোগ্যতে
কথাটি রইবে মাঝে।
কতক ফুলে সুগন্ধ—কতকে হারা
কতকে কিছু নেই সৌন্দর্য ছাড়া
জীবন যদি হয় না কোনো ধারা
মরণ বড় বেদিশা।
কী করলাম—করছি কী
ভাবছি বসে তা॥
৮ ভাদ্র, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম
২৭
আল্লাহ তুমি পরিপুষ্ট কর
নীলের মতো মানুষের জীবন
স্বচ্ছ সুন্দর উচ্চ উৎকৃষ্টমন।
আল্লাহ তুমি পৃথিবীর গ্লানিকর
ভেসে নাও নুহের প্লাবনের মতন
ফুলেফলে শস্যশ্যামলে হোক পূরণ॥
আল্লাহ তুমি রক্ষা কর সবে
করেছিলে যেরূপ কাহাফিঘুমে
করেছিলে ইউসুফ ইউনুস ইব্রাহিমে।
আল্লাহ তুমি ভরপুর কর তবে
যেভাবে করেছিলে নহরে জমজমে
পারো তুমি সুচের ছিদ্রে হাতির চলন॥
৯ ভাদ্র, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম
২৮
দমেদমে হরদমে তোমারে কুর্নিশ
জাতীয় পরিচয়ে আমি মুসলিমিন।
জাতীয়তার পরিচয়ে করলে মানুষ
হুঁশজ্ঞানে সৃষ্টি তোমার তুলনাহীন॥
নবিরাসুল করলে নাকো দেবতা
তারচেয়ে বরং বিবেকবান হওয়া।
তারচেয়ে আরও বড় মনুমনুষ্যতা
যা তোমার কাম্য নৃ-থেকে পাওয়া॥
তাতে যদি থাকি খোদা পিছিয়ে
ক্ষমা চাই—আল্লাহ তুমি ক্ষমাসীন।
রেখো সব সময় মঙ্গলে জড়িয়ে
করতে পারি কর্মভালো রাতদিন॥
১০ ভাদ্র, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম
২৯
অন্তরদুঃখে হাসি হাসি
বিলাতে পারে কে ভালোবাসা রাশি রাশি?
অন্তরদুঃখে হাসি হাসি।
বিষাদের বৃক্ষতলে বসি
গাইতে পারে কে আনন্দের গীতরাশি?
অন্তরদুঃখে হাসি হাসি॥
মনে রেখে মনের জ্বালা
চলতে পারে কে করিয়ে মুখ উজালা?
মনে রেখে মনের জ্বালা।
ভুলিয়ে করতে পারে কে কর্ম আদর্শী?
অন্তরদুঃখে হাসি হাসি॥
হাতে নিয়ে ধ্বংসবীণা
গড়তে পারে কে সুন্দরের রাজ্যরচনা?
হাতে নিয়ে ধ্বংসবীণা।
সইয়ে অপমান-লাঞ্ছনা
করতে পারে কে শান্তির বন্দ্যবন্দনা?
হাতে নিয়ে ধ্বংসবীণা॥
আঘাত-আঘাতে যত ঘায়েল
ততই হতে পারে কে অনুরাগী পায়েল?
আঘাত-আঘাতে যত ঘায়েল।
অনুরাগে হতে পারে কে রাগের বশবশী?
অন্তরদুঃখে হাসি হাসি॥
১১ ভাদ্র, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম
৩০
মাওলা তোমার প্রেমসাগরে
আমার এ পানসি প্রণয়তরী
ছেড়ে দিছি—বাইতে পারি
সেই সামর্থ্য দাও আমারে
দাও হে বন্ধু পুরোপুরি।
তুমি বড় প্রেমধন হে মোহন
তোমার মতো কে সে সুজন
হে সুজন—ঘাটে ঘাটে তুমিই
আমার একমাত্র অর্থকড়ি॥
আমার আশেকি বন্দেগি
তোমার প্রেম-এবাদতে হরদমেতে
ঝোঁকাও তারে—চালাও সেপথে
তুমি যদি দাও না দিশি
আমি যে দিশেহারী।
তোমার ওই ভালোবাসা ছাড়া
কেমনে চলে এই জীবনধারা
তুমি বিনে চাই নে কিছু
চাই না কোনো আহামরি॥
১৩ ভাদ্র, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম