Posts

গল্প

জ্যান্ত বন্ধুর লাশ

May 10, 2025

Mahin Talukder

Original Author হুমায়ূন হাদি হিমেল

Translated by মাহিন শাহরিয়ার

116
View

রুদ্র, ফাহাদ, রিয়ান ও সিয়াম তারা ৪ বন্ধু। তারা ছিল হিন্দু ধর্মের। তারা লাশ পুরোনোর কাজ করতো। তাদের মধ্যে রুদ্র, ফাহাদ, রিয়ান থাকতো তাদের নিজেদের বাসায় এবং সিয়াম থাকতো মেসে। একদিন রাত ১০ টার দিকে সিয়াম চিৎকার করতে করতে এসে বলে যে তুহিন কাকা নাকি মারা গেছে। আমরা ৪ জন তারাতারি করে উঠে চলে যাই তুহিন কাকার মরা পুরাতে। অর্ধেক রাস্তা লাশ নিয়ে যাওয়ার সময় সিয়াম বলে আরে আগুন ও কাঠ আনতে বুলে গেছি।সময় সিয়াম বল্ল আরে মরা পুরাতে এসেছিল কিন্তু আগুন ও কাঠ নিয়ে আসছিলো না তারা। সিয়াম বলে যে তোরা শশান ঘাটে যা আমি সব কিছু নিয়ে আসছি। সব কিছু করতে গিয়ে রাত টা বেজে যায়। আমরা শশান ঘাটে যাওয়ার পর রাত ৩ টা বেজে গেল, এখন পর্যন্ত সিয়াম আসেনা। অনেক্ষণ ধরে অপেক্ষা করার পরেও সিয়াম আসে না, তখন সবার রাগ ওঠে তখন আমরা ৩জনেই মরা পোড়াতে গেলাম। কাঁদে থেকে লাশ নামিয়ে যখন মুখ টা দেখি তখন আমরা সবাই অবাক হয়ে গেলাম, কারণ সে ছিল সিয়াম আমরা ৩ জন লাশ রেখেই যার তার বাড়ির দিকে ছুটলাম। সেইদিন থেকে আমরা আর মরা পোড়াই না।

Comments

    Please login to post comment. Login