বেকারের মনের কথা নিয়ে একটি কবিতা:
**বেকার আমি**
দিনের আলোয় পথে পথে ঘুরি,
কাজের আশায় দুয়ার ধরি।
হাতে নেই কাজ, মলিন বেশ,
স্বপ্নগুলোও হয় নিঃশেষ।
খবরের কাগজ, চাকরির পাতা,
যেন শুকনো পাতার বৃথা বার্তা।
পরিচিত মুখ, প্রশ্ন করে হায়,
"কিছু কি পেলে? কোনো কাজ জুটে যায়?"
This is a premium post.