হুমায়ূন আহমেদেন হিমু বিষয়ক একটা উপন্যাসে পাওয়া যায় আরেক ধরনের আমের কথা। সে-আমের নাম ‘কাক দেশান্তরি।’ আমার এক বন্ধু ‘রানী পছন্দ’ আমে এক কামড় দিয়ে বমি করতে উদ্যত হয়েছিল। এত টক! এত টক আম রানী পছন্দ করলেন কীভাবে। উকি মারতে মারতে বন্ধু বলেছিল, ‘শালা। রানী নিশ্চয়ই প্রেগন্যান্ট ছিল।