Posts

গল্প

গল্পের নাম: অজানার এসএমএস বর্ণনা: রাতে হঠাৎ একটি অজানা নম্বর থেকে মেহজাবিনের মোবাইলে একটি এসএমএস আসে—

July 2, 2025

Tamim On fire

Original Author Romance

56
View

### অজানার এসএমএস

রাতে হঠাৎ একটি অজানা নম্বর থেকে মেহজাবিনের মোবাইলে একটি এসএমএস আসে—
"তুমি জানো না, কিন্তু আমি প্রতিদিন তোমাকে দেখছি..."

মেহজাবিন চমকে ওঠে। সে কলেজের ছাত্রী, নতুন শহরে এসেছে পড়তে। প্রথমে ভাবল কে যেন মজা করছে, কিন্তু পরদিনও আবার মেসেজ আসে—
"লাল ড্রেসে আজ তোমাকে দারুণ লাগছিল..."

সে তো আজই লাল ড্রেস পরেছিল! কে জানল এটা?

ভয়ে আতঙ্কে সে বিষয়টা তার বন্ধুকে জানায়। তারা মিলে একটা প্ল্যান করে – পরদিন মেয়েটি একা লাইব্রেরিতে যায়। ঠিক সেই সময় একটা ছেলে তার পেছনে এসে বলে,

"তুমি ভয় পেয়েছো জানি, কিন্তু আমি তোমাকে খারাপ কিছু করব না... আমি আসলে... তোমার ফ্যান।"

মেহজাবিন চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হেসে বলে,

"ফ্যান? তাহলে এবার থেকে সামনে এসে কথা বলো... পিছন থেকে নয়।"

ছেলেটা একটু লজ্জা পায়, কিন্তু মেহজাবিনের সেই হাসি থেকে যেন একটা নতুন গল্পের শুরু হয়...

Comments

    Please login to post comment. Login