Posts

গল্প

ঘড়ির কাঁটা থেমে গেছে

July 2, 2025

Tamim On fire

Original Author একটা ঘরে খুন হলো এক যুবক, কিন্তু দরজা-জানালা সব বন্ধ! দেয়ালে লেখা — “সময় থেমে গেছে…” এটা কি আত্মহত্যা? না খুন? না কি কিছু অলৌকিক?

69
View

### ঘড়ির কাঁটা থেমে গেছে

ডিটেকটিভ হাসান যখন ঘরে ঢুকলেন, তখন ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক রাত ৩টা ৩ মিনিটে।

একটি যুবকের মৃতদেহ বিছানায় পড়ে আছে। গলা কাটা, চোখ খোলা।  
দেয়ালে লেখা — **“সময় থেমে গেছে।”**  
ঘরের সব দরজা জানালা ভেতর থেকে লক করা।

এই কেস অদ্ভুত।

হাসান ভাবলেন, কেউ কি বাইরে থেকে এসে আবার লক করে গেল? কিন্তু এমন সম্ভব না। ঘরটা একটা ছাদের রুম — একটাই দরজা, একটাই জানালা, দুটোই ভিতর থেকে বন্ধ।

তদন্ত করতে করতে হাসান দেখতে পেল ঘরের এক কোণে রাখা আয়নার গায়ে রক্তের দাগ। আয়নার মাঝে লেখা —  
**“আমার সময় শেষ, কিন্তু ওদের শুরু…”**

এটা কি আত্মহত্যা?

পরদিন ফরেনসিক রিপোর্ট এলো। যুবকের পেছনের গলায় ছোট ছুরির দাগ — যা সে নিজে করতে পারে না। মানে **খুন**।

কিন্তু খুন করল কে?

হাসান সেই রাতে আবার সেই ঘরে থাকলেন। রাত ৩টা ৩ মিনিটে ঘড়ির কাঁটা নিজে নিজে থেমে গেল।

আর আয়নায় ফুটে উঠল সেই মৃত যুবকের প্রতিবিম্ব।  
সে বলল,  
**“আমি মরেছি, কিন্তু খুনি বেঁচে আছে… তোমার আশেপাশেই।”**

হাসান পেছনে ঘুরে তাকাল… কিন্তু ঘরে আর কেউ ছিল না।

কিন্তু আয়নার কাঁচে কে যেন আবার লিখে গেল —  
**“সময় থেমে গেছে। এবার তোমার পালা…”**

Comments

    Please login to post comment. Login