Posts

কবিতা

প্রিয় তুমি

July 7, 2025

Hasan All Mamun

62
View

প্রিয় তুমি

হাসান আল মামুন 


কেমন হয় যদি কবিতায় আমাদের প্রথম দেখা হয়? যদি উপন্যাসের প্রিয় কোন চরিত্রে তোমাকেই লিখে ফেলি অবলীলায়। তোমার জন্মদিনে ঠিক রাত ১২ টায় নয় যদি ভোরের কুয়াশায় তোমার প্রিয় একগুচ্ছ ফুলে, একটা হলুদ খামের চিরকুটে আমাদের দেখা হয়। তবে কি তুমি রাগ করবে? নাকি আমার সাথে হারিয়ে যাবে কুয়াশায়! এক কাপ চায়ে গল্পের আসরে খুঁজে নিবে উষ্ণতা!

যদি তোমার উপর সম্পূর্ণ অধিকার নিয়ে বলি তুমি সবটাই আমার। তবে কি তুমি বলবে আমি স্বৈরাচারী প্রেমিক?
নাকি নির্দ্বিধায় আমাতেই জমা রাখবে তোমার আমিত্ব!

যদি তোমার সাথে হেঁটে যেতে চাই আস্ত একটা বিকেল তবে কি তুমি আমার হাত ধরবে? নাকি খানিকটা অভিমান জমিয়ে  এঁকে দিবে একরাশ দূরুত্ব!

যদি বলি একসাথে সারারাত গল্প করব। মাঝরাতে গল্পের বাহানায় তোমার ঘুমন্ত চেহারার লোভ সামলাতে না পেরে ঠিক কপালের মাঝখানটায় যদি একে দেই ভালোবাসার নিখুঁত আলপনা। তবে কি তুমি খুব লজ্জা পাবে? নাকি ঘুমের মাঝে স্পর্শের ব্যাকুলতা নিয়ে কেবল তুমি আমাকেই খুঁজবে!

যদি তোমার কাছে আমারণ নিজেকে সপে দিয়ে বলি আমি ভীষণ অগোছালো মানুষ, আমাকে খুব যত্নে রেখো। তবে কি তুমি আমায় আগলে রাখবে? নাকি ভেঙে চুরে জানান দিবে তোমার স্বার্থপরতা!

অবসরে কিংবা আনমনে মনের কানাগলিতে তোমাকে ঘিরে তৈরি হয় চঞ্চলা এমন অজস্র অনুভূতি। আমার খুব জানতে ইচ্ছে করে তোমাকে, আমাকে, আমাদের নিজেদেরকে। সবশেষে সবমিলিয়ে দুজনে হয়ে উঠতে ইচ্ছে করে একই কেন্দ্রবিন্দু। একই কক্ষপথ ধরে হেঁটে যেতে ইচ্ছে করে মহাকাল। দুজনে হয়ে উঠতে ইচ্ছে করে কেবল একটা গল্প। তবে শব্দের বুননে কেবলই অনুভূতিতে আটকে থেকো না তুমি। তুমি হয়ে উঠো এক স্বচ্ছ, সুন্দর, নিরেট বাস্তবতা।

Comments

    Please login to post comment. Login

  • Hasan All Mamun 4 months ago

    ভালো লাগলে কমেন্ট করেন🥰