এক নিরবিচ্ছন্ন রাতে মাধুরী মিশিয়ে খেলে গেলো কত জোনাকি , পুষ্পদের রিনঝিন শব্দে আন্দোলিত পাপড়ির উড়াউড়ি বাতাসে বিষাদের সুর গান গেয়ে যায় ফিসফিসিয়ে । । তুমি আত্মার এক অবিচ্ছেদ্য অংশ জুড়ে বসবাস করছো
কিন্তু ,
প্রতীক্ষার প্রহরে যখন অষ্টাপ্রহরের মত লেগে থাকে তোমার বিচরণ । তখন আমি নির্লিপ্ত ভাবে অষ্টাদশী সেজে প্রহর গুনি । সময়ের কাটা উল্টে পাল্টে যায় তোমার ফেরার তিতিক্ষায়। তোমার উপস্থিতিতে পাল্টে সময় মেঘের ফাঁকে এক চিলতে রোদের ঝিলিক খেলে যায় চারিপাশে মুগ্ধতার সুরভী ছড়িয়ে । দোদুল্যমান সময়ে মুগ্ধতার ও মৃত্যু হয় যখন তুমি হারিয়ে যাও। আমিও ডুব দেই বিষাদের সমুদ্রে । এক প্রগাঢ় অভিমানে ভিতরটা তাতিয়ে উঠে । লিখে যাই অজানা ভাষায় হাজারো কাব্যকথা । গীতিকথার পান্দুলাপ লিখি তোমার নামে তুমি ক্লান্তির ভান ধরে আমার না বলা কথা গুলো ফুরিয়ে ফেলো জানার কথা বেমালুম ভুলে যাও
বেচেথাকা অসহ্য ঠেকে । কষ্ট গুলো দলা পাকিয়ে গলায় কাটার মত বিধে থাকে । শ্বাসরোধ হয় প্যানিক এ্যাটাক হয় এরপর ও মস্তিষ্কের নিউরোন তরঙ্গের সর্বস্ব জুড়ে তুমি । আমার ভালো থাকাটা কবে যেনো অজান্তেই তোমার নামে খাতা কলমে লিখে দিয়েছিলাম সেটা ও অজানা । রাত গুলো বিষাদ ঠেকে বহু কসরতে ও শেষ হয় না তীব্র রাগ অভিমান নিয়ে নির্ঘুম রাতকে সঙ্গী করে আঁখি পল্লবে কাজলের ন্যায় প্রগাঢ় কালী জমেছে । তুমি কি না বলা দুঃখ গুলোকে ভুলিয়ে আমাকে দুঃখহীন একটা পৃথিবী উপহার দিতে পারো না
67
View
Comments
-
Hasan All Mamun 4 months ago
ভালো লাগলে সাপোর্ট করবেন 💝