ল্যাপটপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রশিদ। প্রায় একশো ফুট ওপর থেকে তুমুল বেগে পানি পড়ছে। দেখে মনে হচ্ছে যেনো প্রকান্ড সাইজের পানি ভর্তি বালতি কাত করে ধরে রেখেছে কেউ। ঝর্ণার ঠিক পাশেই খানিকটা উঁচু জায়গায় প্রকান্ড বট গাছ। স্থানীয় মানুষনজন নাকি বিশ্বাস করে এর ওপর দু হাজার বছর আগে কোনো এক অপদেবতা ভর করেছিলো। মানুষ পারেও, এতো সুন্দর মায়াবী গাছটাকে অপদেবতা আখ্যা দিয়ে বসে আছে। আশেপাশে অনেকটুকো জায়গার ওপর নিজের বংশ বিস্তার করে গেছে গাছটা। কী অপূর্ব দৃশ্য, একপাশে ঝর্ণা তার ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষী বটবৃক্ষ, তার নীচে কেউ যেনো খুব যতœ করে সবুজ ঘাসের কার্পেট বিছিয়ে রেখেছে। স্বর্গ ছাড়া মর্ত্যে এমন দৃশ্য কদাচিৎ দেখা যায়। এমন সময় হঠাৎ বুনো হাওয়ায় দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। দরজা খোলার শব্দে তিনজনেই একসাথে তাকায়।
বাহিরে কী হাওয়া দিচ্ছে দেখেছেন! বলল মোমিন।