Posts

কবিতা

তানভীর সিকদারের কবিতা

July 28, 2025

তানভীর সিকদার

Original Author তানভীর সিকদার

Translated by Tanvir Sikdar

75
View

একটা দুপুর বুকের ভেতর

খাঁ-খাঁ করা রোদ

দিচ্ছে তাড়া, বাড়াচ্ছে খুব

তোমার অভাববোধ!

বাড়ছে অভাব ঠোঁটের কোণে

খামছে ধরার দাগ,

একটা শালিক সেই অভাবের

তুলছে স্মৃতির রাগ।

হাতড়ে বেড়াই বিষণ্নতায়

আগলে রাখা বুক

ঘাম মুছে ফের চঞ্চলতার

একটুখানি সুখ!

যাক কেটে যাক খাঁ খাঁ দুপুর

তৃষ্ণা বুকের সুর,

আলতো ছুঁয়ে দাও এনে দাও

একটা নতুন ভোর!

Comments

    Please login to post comment. Login