- Status Active
- Member since June 8, 2024
- Post Count ১১
- Purchase Count ০
- Sales Count ০
120 reputation points
LEVEL 2
130 points to LEVEL 3
Achievements earned
First Post
The Wordsmith 11%
Bangladeshi Poet & Social Activist
বাংলা কবিতার সমকালীন ধারায় তানভীর সিকদার এক স্বতন্ত্র ও সম্ভাবনাময় কণ্ঠস্বর। চট্টগ্রামের সবুজ-ছায়াময় পরিবেশে বেড়ে ওঠা এই কবি তার কবিতায় প্রকৃতি, প্রেম ও মানবিক বোধকে গভীর আন্তরিকতায় প্রকাশ করেছেন। তার তিনটি কাব্যগ্রন্থ—“আমাদের জুঁইগুলো সুঁই দিয়ে গাঁথা”, “সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ” এবং “ফুল পাখিদের মতো”—আধুনিক পাঠকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।
২০১৯ সালে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ “সেফটিপিনে…” তরুণ কবিদের মধ্যে আলোচিত হয়। ২০২২ সালে এই গ্রন্থের জন্য তিনি পাপড়ি–করামত আলী সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এর আগেই, ২০২১ সালে 'জলধি তরুণ লিখিয়ে' শীর্ষক সম্মাননা তাকে কাব্যজগতে প্রতিষ্ঠিত করে। এছাড়াও, তিনি “শুদ্ধস্বর” নামক পডকাস্টের সঞ্চালক। তানভীর সিকদার শুধুমাত্র কবিতা লেখেন না—তিনি সাহিত্যকে ধারণ করেন জীবনের প্রতিটি পরতে।
২০১৯ সালে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ “সেফটিপিনে…” তরুণ কবিদের মধ্যে আলোচিত হয়। ২০২২ সালে এই গ্রন্থের জন্য তিনি পাপড়ি–করামত আলী সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এর আগেই, ২০২১ সালে 'জলধি তরুণ লিখিয়ে' শীর্ষক সম্মাননা তাকে কাব্যজগতে প্রতিষ্ঠিত করে। এছাড়াও, তিনি “শুদ্ধস্বর” নামক পডকাস্টের সঞ্চালক। তানভীর সিকদার শুধুমাত্র কবিতা লেখেন না—তিনি সাহিত্যকে ধারণ করেন জীবনের প্রতিটি পরতে।