Posts

গল্প

আমি কি খুঁজে পাবো তাকে ?_২

August 9, 2025

Shassue mllah

287
View

মিমকে জিজ্ঞাসা করার পর ও বললো যে এত দিন পর হটাৎ ওর কথা কেনো তখন আমি ওকে বললাম তানজিনাকে আমার ঐ সময় খুব ভালো লাগতো । মিম তখন বললো যে , আমি জানি আপনি তানজিনাকে  পছন্দ করতেন । আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কিভাবে  জানলেনতখন মিম বললো তানজিনা নাকি ঐ ওর কাছ থেকে আমার খোঁজ নিচ্ছিলো। কিন্তু আমি কিছু জানি না এন্ড বুঝিও নাই । এখন কত বছর  পার হয়ে গেছে । তানজিনাকে আমার এখন খুব করে মনে পরে । এখন আল্লাহর রহমতে নিজের একটা পরিচয় আছে তাই ভাবছিলাম বিয়ের দিকে এগোবো । কিন্তু আমার মন কেনো জানি তানজিনাকে খুঁজছিলো । আমি মিমকে একটু খোঁজ নিতে বললাম ও সোজা বললো ওর. নাকি বিয়ে হয়ে গেছে অনেক আগেই । আমি এখন এলাকা থেকে বাইরে থাকি তাই নিজে খোঁজ নিতে পারি না লোকজন অনেক লাগাইছি কিন্তু খোঁজ পাই নাই । হতাশ হলাম কি ভাবে পাবো ফেসবুক খুঁজে হয়রান পেলাম না । আর  খোজা খুঁজি চলছে এইযে গত মাসের কথা মিম আমাকে বলছে ওকে দেখতে আসছে । আমি বললাম দেখতে আসছে ভালো কথা বিয়ে করে নে অনেক দিন বিয়ের দাওয়াত খাই না । তখন ও আমাকে বলে ও নাকি সিরিয়াস ওকে দেখতে আসছে । আমি বললাম আরে ভাই দেখতে তো আসবেই বিয়ে করবে দেখবে না ? ও বললো ও নাকি আমাকে পছন্দ করে । আমি ভাবলাম সোজা না করলে কষ্ট পাবে তাই বললাম আমাকে বিয়ে করতে হলে তুই বুড়ি হয়ে যাবি । ও জিজ্ঞাসা করলে আমি বললাম আমি বিয়ে করবো আরও 10 বছর পর । এই দিন গেলো আর ক্থা হয় নাই । এর পরের দিন আমি ওকে জিজ্ঞাসা করি কিরে বিয়ে কবে ঠিক হলো । মিম তখন বললো বিয়ে হবে না ছেলে নাকি হাইটে কম । এই কথা সেই কথা হটাৎ ও যেটা বললো শুনে আমার খুব রাগ হলো । ও বললো ও আমাকে ভালোবাসে সেটা নাকি ওর আম্মুকে বলছে আর ওর আম্মু নাকি রাজি । আর ওর আব্বু আমার কাকার মাধ্যমে প্রস্তাব দিছে । কিন্তু আমার আব্বু আম্মু রাজি না বিশেষ করে আমার আপু । মিম আমাকে জিজ্ঞাসা করলো আমি তাকে পছন্দ  করি কি না । আমি বললাম তুমি আমার থেকে ভালো ছেলে পাবে । জাই হোক এই সেই বলে কাটালাম । কথা বলতে বলতে আমার ছুটি হলো 10 দিনের বাড়িতে যাবো এইটা মিম জেনে আমাকে ধরে বসলো । সে আমাকে বললো আমি যেন এসে তার সাথে দেখা করি । আমি জিজ্ঞাসা করলাম কোথায় দেখা করবো সে একটা শিশু পার্কের কথা বললো । আমি বললাম আচ্ছা ঠিক আছে জানাবো । তারপার বাড়িতে গেলাম কিন্তু দেখা করলাম না । এর ভেতর সে অনেক রোমান্টিক কথা বলতো এক দিন সে বলে দিনে দেখা করতে বললে তুমি টাইম পাও না এখন আসো । আমি তো অবাক বলে কি এখন রাত 10 টার উপরে । আমি বললাম এখন কেমনে যাবো আর এত রাতে কিরকম দেখা ? ও বললো আরে তুমি আমার জানালায় আসবা সালা আমার মাথায় তখন একটা জিনিস ঘুরপাক খাচ্ছিলো যে ও নিশ্চিত আমাকে ডেকে নিয়ে কট দিবে । আমি এইটা ইয়ার্কির মাধ্যমে উড়িয়ে দিতে চাইলে দেখলাম. ও বেশ সরিয়াস । কোনো ভাবে কাটালাম কিভাবে কাটালাম জানেন তারপরদিন সকালে দেখা করতে যেতে হবে। সকালে হাঁটতে যাবো ও রাস্তায় দাঁড়ায় থাকবে এই ভাবে কথা হলো । পরদিন গেলাম ওর সাথে কিছু সময় কথা বলে চলে আসলাম । বেশি কথা বলি নাই কারণ লোকে খারাপ ভাববে । ও বললো যে আমি ওর সাথে কথা না বলে এত তাড়াতাড়ি চলে আসলাম কেনো । আমি ওকে বললাম লোক জন খারাপ বলবে তাই । তখন ও বললো তাইলে আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে ঐটার পারে আসো । আসলে ঐ পুকুরের পার হলো একটা বাগানের মতো লোকজন তেমন জায় না । তখন আমি ওকে বেশ কিছু বাজে কথা বললাম , যেমন বললাম আমি কিন্তু ছেলে ভালো না , দেখা হলে কন্ট্রোল হবে না এই করে ফেলবো সেই করে ফেলবো । আমি ভাবছিলাম সে ভয় পেয়ে আসবে না সে আমাকে বললো তার কোনো প্রব্লেম নাই আমার যখন ইচ্ছা হইছে তখন সে পূরণ করবে । আমি আকাশ থেকে পড়লাম এসব শুনে । তারপর ……………

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 3 months ago

    আপনার লেখা ভালো লাগে তবে বানান ভুলের কারণে বিরক্ত লাগে মাঝেমধ্যে