Posts

গল্প

আমি কি খুঁজে পাবো তাকে ?-৩

August 15, 2025

Shassue mllah

178
View

মিম আমাকে আসতে বললো পুকুর পারে । আমি তখন ভাবছিলাম যে আমার উদ্দেশ্য সফল হলো না ভয় দেখালাম তাতেও কাজ হলো না । শুয়ে শুয়ে এসব ভাবছিলাম তখন হয়তো শয়তানে নাড়াচাড়া দিয়ে উঠলো ভাবলাম যাবো দেখা করতে সমস্যা কোথায় । চলে গেলাম দেখা করতে কিন্তু পুকুর পারে একটা বাগানে একটা মেয়ের সাথে দেখা করবো তারপর আবার বাজে কাজ করবো এমন ছেলে আমি না । আমি মিমকে কল দিয়ে বললাম আমি আপনাদের বাড়ির পাশে ক্রিকেট খেলতে আসছি আপনি খেলা দেখতে আসতে পারেন । জানি যে এত লোকের মধ্যে আসবে না । আবার হয়তো অনেকে বলবে এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি আমার একটা ভয় যদি কোনো বাজে কাজ করতে গিয়ে বা ঐ বাগানে দেখা করতে গিয়ে ধরা খাই তাইলে তো বিয়ে করতে হবে । আর যাকে আমি ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করে সংসার করবো ? ঐ দিন থেকে আসতে আসতে কথা কম বলতাম কারণ অবশ্য ছিলো আমি খেয়াল করছিলাম যে সে আমাকে তানজিনাকে খুঁজতে হেল্প করবেই না আরও সমস্যা করছে । এরপর আমার স্কুল ফ্রেন্ড ও যে কলেজে ভর্তি হয় ঐ কলেজের ফ্রেন্ড দিয়ে খোঁজ নেই । আমি নিজে ছুটিতে বাড়িতে গেছিলাম আজকে ফিরলাম আমি অনেক খোজা খুঁজি করে আলাম । খোঁজ পাইছি সব পাইছি কিন্তু আমার ভালোবাসার ইতি টানতে হলো । ওর এলাকার মানুষের থেকে খোঁজ পেলাম কয় এক মাস আগে ওর বাসা থেকে ওকে বিয়ে দিয়ে দেয় । ফার্স্টে শুনে ভেতরটা কেমন যেন করে উঠেছিল তবে বাতবতা মেনে নিয়েছি ।

আসলে কি জানেন ভালোবাসা এমন একটা জিনিস সময় মতো যদি তা প্রকাশ করতে না পারেন তবে ঐটা কখনোই আপনার হবে না । 

কি আজব দুনিয়া কেউ হয়তো কোনো দিন জানবেও না তার বিয়ের পরেও তাকে ভালোবেসে কেউ তাকে তন্ন তন্ন করে খুঁজে ক্লান্ত ,😅

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 3 months ago

    যে আপনাকে ভালোবাসে তাকে ই ভালোবাসুন