Posts

কবিতা

তুমি আমার স্বপ্ন

September 23, 2025

JINEDIN JIDAN

41
View


তুমি ছাড়া পৃথিবী শূন্য,
মনটা লাগে একেবারে গুণ্য।
তুমি এলে হাসে সব ভুবন,
তুমি গেলে ঝরে অশ্রু-গগন।
তুমি হাসলে ফোটে ফুল,
মনটা হয় রঙিন কুল।
তুমি চোখে দিলে চাহনি,
হারাই আমি স্বপ্ন-গহিনী।
তুমি আছো হৃদয়ভরা গান,
তুমি ছাড়া জীবন নির্জন প্রাণ।
চিরকাল তুমি থাকো পাশে,
ভালোবাসা বাঁধুক হৃদয়ের আবেশে।

Comments

    Please login to post comment. Login