দাউ দাউ করে পুড়ছে চর্যাপদ,,,,,,,,,,কিন্তু আমার মনের অতলে কোথায় যেন সংশয়ের পরিবর্তে নিশ্চয়তা তৈরি হচ্ছে,,,,,,,,
পৃথিবীতে যা কিছু ঘটে তার সবকিছুই নাকি মঙ্গলের জন্যই ঘটে,,,,,,,,,,, আমিও মঙ্গল দেখতে পাচ্ছি,,,,,, অসীম মঙ্গল,,,,,,,,,
যে চর্যাপদ এতদিন ইট শুরকির দেয়ালের ভিতর কাচেঁর বাক্সে বন্দিত্ব গ্রহণ করেছিল,,,,,,,,, সে আজ মুক্ত,,,,
সাইন্টিফিকালি শক্তির কোনো ধ্বংস নেই,,,,,,,,, তা কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়,,,,,,,,
জড়ো পুস্তক থেকে সে এখন মুক্ত,,,, পুরো সৃষ্টি জগতের শক্তির সাথে বিলীন হয়ে গেছে,,,,,,,,,
শুধু সময়ের অপেক্ষা,,,,, হয়তো পুরো বিশ্বই চর্যাপদে পরিবর্তিত হবে,,,,,,,,,,,,,,,ফিনিক্স এর জন্মের জন্য আগুনে পোড়া ভষ্মের দরকার,,,,,,,,,, কাঁচের বাক্স নয়,,,,,,,,