সহস্র কোটি ক্ষুধায় জর্জরিত কাতর মানব শিশু অসহায়,, খাবারের জন্য চিৎকার করে চলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে,,,,,,,,, গৃহহীন মানুষেরা হাহাকার করছে জড় পৃথিবীর কোনায় কোনায়,,,,,,, চিৎকার করে তারা ঈশ্বরকে ডাকছে,,, দুই মুঠো খাবারের আশায়,,,, নিরাপদ আশ্রয়ের খোঁজে,,,,
কিন্তু ঈশ্বর তো বইতে লিখে দিয়েছেন,,,,,,ক্ষুধার তৃষ্ণায় জর্জরিত হয়ে তোমরা সবাই আগে মরে যাও,,,,,,,তারপর আমার কাছে এসো,, আমি এখানে তোমাদের জন্য খাবার রেখেছি অফুরন্ত!!!!!!থাকার জন্য প্রাসাদ রেখেছি!!!!,,,,
হায়!!!!!!!,,,,,, রাজনীতি আসলে প্রাগৈতিহাসিক!!!!!