গান—
৪৯
আমি তো বুঝি না
অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত কী
তবু কবিতা লিখি।
কবিতার শাখাপ্রশাখা
আরও আছে—আরও কত কি
ছন্দরা দেয় ফাঁকি—
তবু কবিতা লিখি।।
ঝংকার অলংকার
ছন্দের রূপ কী তার
মিলটিল পদপংক্তি আমিওবা কী বুঝি
না বোঝার দুঃখ রাখি—
তবু কবিতা লিখি।।
গীতে আর সংগীতে
তাল লয় সুরে বেসুরা হয় আলাপ
গানের যত সংলাপ।
স্থায়ী—মুখ্য অন্তরা
বুঝি না অস্থায়ী সঞ্চারী কী তা
স্বরলিপির শুদ্ধধাপ—
গানের যত সংলাপ।।
সুরগীতি গাই কি আর
মূলনীতি জানি না তার
আভোগে অভোগ্য রাগিণী ও ছয় রাগ
জুড়ে না খাপে খাপ—
গানের যত সংলাপ।।