Posts

গল্প

অন্যর জিনিস মিথ্যা কথা বলে চুরি করলে যা হয়

October 5, 2025

MD Salman Nasafi

102
View

একটা গ্রামে রবি নামে একজন ছেলে থাকত। রবি খুব মেধাবী ছিল, কিন্তু মাঝে মাঝে সে তার নিজের স্বার্থ পুরোনের জন্য ছোটখাটো মিথ্যা কথা বলত।

গ্রামে মেলার সমযয় নতুন খেলনার দোকান বসলো। রবি খুব আগ্রহী হয়ে খেলনার দোকানে গেল। দোকানে গিয়ে সে দেখতে পেল সুন্দর একটা রোবট, যা সে কিনতে চাচ্ছিল। কিন্তু তার কাছে সেই রোবটটি কিনার মত যথেষ্ট টাকা ছিল না।

তখনই রবি মনে মনে ভাবল, “যদি আমি দোকানদারকে বলি যে আমার বাবা আমাকে বেশি টাকা দিয়েছে, হয়তো দোকানদার আমাকে খেলনাটা এখনই দিয়ে দিবে।” দোকানদারকে সে মিথ্যা বলল যে আমার বাবা আমাকে অনেক টাকা দিয়েছে খেলনা টা আমাকে দিন। দোকানদার বিশ্বাস করে রোবটটি তাকে দিল। তখন সে খেলনাটি নিয়ে পালালো।পরে রবি বাড়ি ফিরে খেলনাটি খেলতে শুরু করল, সে দেখতে পেল রোবটটি কাজ করছে না।  সে বুঝল যে মিথ্যা আর চুরি করে কিছু পাওয়া গেলে ও সুখ শান্তি আসেনা।

পরের দিন রবি দোকানে গিয়ে সততার সাথে লোকটাকে তার জিনিসটি দিয়ে দিল এবং তার কাছে ক্ষমা চাইলো। সে দোকানদারকে বলল, “আমাকে গতকাল কের জন্য মাফ করে দিন। আমি দুঃখিত।” দোকানদার রোবটটি নিয়ে মুচকি হেসে বলল, “সত্য বলার জন্য তোমাকে পুরস্কৃত করা উচিত। এই রোবটটি এখন তোমার।”

রবি বুঝল, সততা অনেক বড় মূল্য বহন করে। গল্পটি ভালো লাগলে লাইক এবং follow দিয়ে পাশে থাকুন

Comments

    Please login to post comment. Login