সাজু তার বুড়ো দাদীকে নিয়ে শহরে এসেছে ডাক্তার কাছে। বুড়ি বড্ড নামাজী মানুষ। নামাজ তিনি কাজা করেননা। ডাক্তার দেখানোর পরে সে দাদীকে নিয়ে নামাজের জন্য মসজিদ খুজতে শুরু করলো। পেয়েও গেল সহজেই, মসজিদের শহর ঢাকা।
সমস্যা হলো, মসজিদে মহিলাদের জন্য কোন ব্যবস্থা নেই। আজ তো নির্ঘাত দাদীর নামাজ কাজা হবে, কারণ বাড়ি যেতে অন্তত দুই ঘন্টা সময় লাগবে।
আরেকটা সমস্যা হলো, দাদীকে কোথায় বসাবে? জায়গা না পেয়ে মসজিদের সামনে এক পাশে মাটিতে বসিয়ে নামাজে যেতে হয়েছে।
সাজু মসজিদের একজন মুসুল্লিকে প্রশ্ন করলো,"ভাই। এই মসজিদে কি মহিলাদের জন্য কি নামাজের কোন ব্যবস্থা নেই?"
লোকটি বিরক্ত হলো।
গলা ভারি করে বললো,"মেয়েরা কেন মসজিদে নামাজ পড়বে? মেয়েরা বাসায় নামাজ পড়বে।"
আরো কিছু বলে তাকে বুঝাবে ভেবেছিল সাজু। পরক্ষণেই নিজেকে সামলে নিলো। কি বলে কি বুঝাবে একে?
নামাজ পড়ে এসে দেখে এর মাঝে ভিখিরি ভেবে কে যেন দাদীকে পাচটা টাকা দিয়ে গেছে! ঘটনাটা নিয়ে সাজু মজা পেলেও দাদী নামাজ কাজা হওয়াতে খুবই অন্তর্দাহে ভুগছেন।
41
View