যে ভালোবাসায় মগ্ন হয়ে মৃত্যুকে ভয় মনে করিনা
তা আসলে নাম মাত্র ভালোবাসা।
আবেগের তাড়নায় হাসপাশ করা।
ভালোবাসার আড়ালে নিজেকে মানসিক রোগী তৈরি করা।
ভালোবাসায় মৃত্যু শব্দ স্থান পায় না।
ভালোবাসার সঙ্গা সুখ-দুঃখের সংমিশ্রণ।
যে চোখে কামনা-বাসনার লোভ থাকে
সে চক্ষু হিংস্র।
ভালোবাসার চক্ষু নিশ্বপাপ।
যে ফুলের গ্রান আছে সে ফুলের গুণ বলা বাহুল্য।
সৌরভহীন ফুল মূল্যহীন।
আমার প্রানের প্রিয়া,পুষ্প।
তার নিশ্বপাপ চাহনিতে আমি ভালোবাসার রাজ্য দেখতে পাই।
যে ভালোবাসায় প্রেম আছে আবেগ নাই।
হাতে হাত রেখে বিশ্বাসের ফুল ফুটাই।
১৯/১২/২৩
রাত ১১:৫০