তোমার সাথে দেখা হওয়ার আগে , সানজু স্যমছন নামে একজন প্লেয়ার এর খেলা দেখতাম , খুব পছন্দ ওর খেলা । হাতে যা স্টোক প্লেয়ারটার, কিন্তু ইন্ডিয়ান টিমে তখন ও তার অভিষেক হয় নি মানে কাইন্ড অব অবহেলিত আর কি ! যাই হোক , এরপর মনের ভালোতে ও যে সাঞ্জুই জুটে যাবে কল্পনার বাহিরে । প্রথম প্রথম নাম টা উচ্চারণ করলেই অই প্লেয়ার এর কথা ই মনে পড়তো , পরে তো এখন আমার বউ । ৫০ হাজার টাকা কাবিনে পালিয়ে বিয়ের যে স্বাদ পেয়েছি , পরবর্তীতে ৫ লাখ কাবিনেও পারিবারিক বিয়েতে অমন স্বাদের ঝুড়ি মেলা ভার । এত এত দেখেছি , তুমি জীবনে আসার পর । সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ । দুষ্টু মিষ্টি ভালোবাসার নামে , দুষ্টু মিষ্টি ঝগড়া টা কে জীবন থেকে বিদায় দিয়ে দিলে হয়তো আরো নমনীয় হবে আমাদের সংসার জীবন । সবশেষে শুধু বলতে চাই , ভালোবাসি , ভালোবেসেছি আর ভালোবেসে যাবো আজীবন , আমরণ । চুমু টা না হয় তোলা রইলো , হে , জান !
এই যে পড়াশুনা না করে ফোনে বসে বসে রিলস দেখার পর , ক্লান্ত হয়ে , হুট করে এই ফিকশন ফ্যাক্টরি তে আমি কিছু লিখেছি কিনা দেখতে আসছো , এই সময়গুলা পরবর্তীতে পাবা তো ?? দেখো যেনো এই ফোনের পেছনে সময় দিতে দিতে নিজের জীবনের সময় ফুরিয়ে না আসে , পড়তে বসো , বেয়াদব , জান !!