গল্প: শেষ চিঠি
রাফি প্রতিদিন পুরনো এক ডাকবাক্সের পাশে বসে থাকে। পাঁচ বছর আগে সেখানেই শেষবার নীলা ওকে একটি চিঠি দিয়েছিল—“অপেক্ষা করো, ফিরব।” সেই চিঠিটা এখনো রাফির বুকপকেটে, মলিন হয়ে গেছে, কিন্তু আশাটা এখনো জ্বলজ্বল করে। একদিন হঠাৎ ডাকবাক্সে নতুন একটি খাম পড়ে। কাঁপা হাতে খুলে দেখে—“ফিরেছি, এবার চিরদিনের জন্য।” ঠিক তখনই সামনে নীলা দাঁড়িয়ে, চোখে হাসি আর হাতে একগুচ্ছ পুরনো স্মৃতি। রাফির পৃথিবী থেমে যায় এক মুহূর্তে।