Posts

চিন্তা

সফলতার মানদন্ড

November 16, 2025

Jahid Iqbal

22
View

"মানুষ".....মহা প্রলয়ের পর সত্য উদ্ভাসিত হবে তখন না হয় চিনে নিয়। মানুষের জীবনে ব্যর্থতা বলে কিছুই নেই!।সে-ত ক্রমান্বয়ে নিজেকেই ছাড়িয়ে যায় দিনকে দিন!! যে দিন জন্ম হয়েছিল সে দিন তুমি খালি হাতেই এসেছিলে। তখন তোমার কিছুই ছিল না, না কথা বলা বা চলাচলের, না নিজেকে  খাওয়ানো- পরানোর সামর্থ ? তবে এখন সব হয়েছে তবু্ও কি নিজেকে ব্যর্থ বলবে? দুঃখ সে-ত আপেক্ষিক বিষয়। সমাজ নির্ধারিত তথাকথিত মানদণ্ডে যদি তুমি কারো চেয়ে এগিয়ে থাক তখন তোমার লালসীত চিত্ত পুলকিত হবে, অনুরূপ ভাবে এর বিপরীত কথাটাও সত্য। জীবনে চরম সফলতা, স্বার্থকতা, ব্যর্থতা  অথবা চরম দুঃখ বা সুখ বলে কিছুই নেই।

Comments

    Please login to post comment. Login