সভ্যতা মানুষই সৃষ্টি করেছে। যে সকল সমাজ সভ্য বলে আমরা উদাহরণ টানি, তা সে সকল সমাজের অধিবাসীরা বিনির্মাণ করেছে। আমরাও চাইলে আজ থেকেই শুরু করেতে পারি। ভিন্ন গ্রহ থেকে কেউ এসে আমাদের সমাজ গড়ে দিবে না!আমাদের কাজ আমাদের ই করতে হবে।
বৃষ্টির জন্য চাতক অপেক্ষা করতেই পারে, কারণ প্রকৃতির নিয়মে বর্ষা এলেই আপনা আপনিই বৃষ্টি হবে, তবে সমাজ কিন্তু আপনা থেকে বদলাবে না এটা আমার আপনার কাজ। তাই কারো পানে চেয়ে থাকলে চলবে না। আমাদেরই শুরু করতে হবে, আজ এবং এখনই!............ ন্যালসন ম্যান্ডলা সময় এবং পরিস্থিতির সৃষ্টি!