Posts

কবিতা

কবিতা - দশ হরফ

November 16, 2025

Ratin Ahmed

53
View

ছাঁদের তলে বাত্বি জ্বলে,
কখনো বা নিভে কখনো বা খেলে।

বারান্দা'র ঘরে বাতাস ঘোরে,
এই গো ধরে এই গো ছাড়ে।

দুটি জানালা'য় শব্দ ভাসে,
দরজা'য় যদি কভু কথা আসে।

স্ত আমার বলে সেই কথা,
এই পদ দুটি যাবে গো সেথা।

তুমি দয়াল আছো যেথা...

Comments

    Please login to post comment. Login