আমি চাই
........
এসো তুমি—
শীতের রোদ হয়ে,
কুয়াশা-ঢাকা ধানক্ষেতে
হারানো দুপুরের মতো
চুপচাপ ফিরে আসো।
গ্রীষ্মের কাঠফাটা দিনে
তৃষ্ণার্ত শীতল জল,
শ্যাওলা ধরা পুকুরপাড়ে
নীল ছায়া থেমে থাকে
কেউ না জেনে,
হঠাৎ স্বপ্নের মতো।
এসো—কুয়াশার ভেতর দিয়ে,
অচেনা গ্রামের মতো,
যেখানে পথ নেই,নাম নেই,
শুধু সময় বসে থাকে
গাছের নীরব ছায়ার তলে।
আমার শূন্য আঙিনায়,
পাতাঝরা দিনের পাশে,
কোনো শব্দ ছাড়া—
তুমি এসো আমার হয়ে।
আমরা দু’জন মিলি,
যেমন নদী কূলে ফিরে আসে,
নীরব, ধীর, অচেনা,চিরন্তন—
শুধু আমাদের হয়ে।
২৮/১২/২৫
22
View