পোস্টস

চিন্তা

নারীর আগ্রহ

৬ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

আগ্রহের আর কমতি কই!

বেহায়া আলাপ, চোখ নামিয়ে তাকানো বোবা সেজে কথা বলায় কি আগ্রহ নাই! 

অবুঝ হাত, নিষ্পাপ পা নিয়ে মরুর জাহাজ সেজে রৌদ্রে পারাপার।এতেও কি আগ্রহ নাই!  

ইরানি নকশার পোশাকে বোধহয় আগ্রহ বাড়ে!নাকি বিলাতী সুগন্ধি গায়ে আগ্রহ প্রকাশ পায়!