Posts

বাংলা সাহিত্য

‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১২)

June 7, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

৫৬ 

আল্লাহ আল্লাহ জপ হে মন 

আল্লাহ ছাড়া কেউ না আপন 

         নেই কিছু আর শান্তি তেমন 

আল্লাহনামের জপের মতন॥ 

         আল্লাহ একক সর্বসবি 

         তাঁর মতো কিছু না হবি 

ভুলে গেলে অচল সবি 

         ভুলো না মন অমূল কথন॥ 

মনরে বোঝাতে হয় না অত 

মন বুঝে না হেন কিছু তো 

         পাই নে খুঁজে—দেখি না তো 

মনের তুল্য মনের মতন॥ 

         মন পারে না এমন কিছু 

         কর্ম উচ্চ থেকে তুচ্ছনিচু 

মনের চালক আমিই প্রভু 

         যেমন চালাই চলবে তেমন॥ 

                  ১১ আশ্বিন, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম 

৫৭ 

আল্লাহ তোমার ভালোবাসারি 

         মধ্যে চাই গো দিতে পাড়ি 

বেহেশত-দোজখ বুঝি নারি 

বুঝি না হাশরনশর তোমারি॥ 

         প্রেমের ওই এবাদতে 

         পার করো এ মহব্বতে 

তোমার সেই প্রেম বিনাতে 

         চাই না কিছু চাই না দূরি॥ 

দোষী হতেও পারি হাজার 

         দোষে আমার কাজকারবার 

তোমার আছে দয়া বেসুমার 

হোক-না যতই দোষ আমার॥ 

         পারাপারে তুমি পারক 

         সৃষ্টি আমি যতবা নারক 

তারক—তুমিই তারক 

         আছি আমি এই ভরসা করি॥ 

                  ১৪ আশ্বিন, ১৪২৪—ডি সি রোড, চট্টগ্রাম 

৫৮ 

তুমি খোদা করলে আমায় 

         সৃষ্টিবড় শ্রেষ্ঠ ধরায় 

আমি বান্দা বন্দেগি হায় 

করতে পারিনি এ যোগ্যতায়॥ 

         করতে পারিনি তোমার এবাদত 

         পারিনি করতে কোনো কর্ম মহৎ

কদম-কদমে হচ্ছে যে আফসোস তাই॥ 

কীভাবে যে কেমন করে 

         আল্লাহ তোমার শেষবিচারে 

নাজাত মিলে আছি ডরে 

গুনাগারের হবে কী উপায়॥ 

         দেখি না কোনেকটি গুণের স্থান

         ভরসা করছি তবে তুমি দয়াবান

পার করবে যে-কোনো দয়ারই উসিলায়॥ 

                  ১৩ কার্তিক, ১৪২৪—মানামা, আমিরাত 

৫৯ 

পারীণ আমি পাড়ি দেওয়ার 

সময় যখন হবে গো যাওয়ার 

         বন্দি রাখতে পারবে কে আর 

সংসারে নেই এই কারাগার॥ 

         নিয়তির ওই নীতির ধারায় 

         বাঁধা আছি কোন মিহিসুতায় 

ছিন্ন হতে নাই দেরি নাই! 

         এই দেখা এই দেখবে না আর॥ 

দুদিনের এই সফরে আসি 

মুসাফির আমি ভুলে বসি 

         কালকে আবার যাত্রাবাঁশি 

বাজবে ফিরতে মনে না রাখি॥ 

         এখন আমার হচ্ছে যেতে 

         আসা যেমন শূন্য হাতে 

ধন্য কীসের এই জগতে? 

         বড়ই নগণ্য এ রঙের বাজার॥ 

                  ২২ কার্তিক, ১৪২৪—মানামা, আমিরাত 

৬০ 

বিপদে-আপদে জীবনের সকল সংঘাতে 

তুমি আছ বলে কেন বসে থাকি রক্ষার্থে! 

         থাকলে বুঝি চক্ষু মুদি 

                  আপদবলা যাবে কাটি?

আঘাত-আঘাতে—প্রতিঘাতে হবে দাঁড়াতে!।

না না না—বিধি, তুমি আছ রক্ষার্থে ঠিক 

আমি যে চোখবুজে আছি সেটাই বেঠিক! 

         হলাম না যদি অগ্রসর 

                  কেমনে তুমি দেবে বর?

বাজার ছাড়ি কীসের দোকানদারি পর্বতে!। 

                  ২৪ অগ্রহায়ণ, ১৪২৪—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login