পোস্টস

বাংলা সাহিত্য

‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৩)

৮ জুন ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

৬১ 

প্রিয় তোমার প্রেমের হাটে 

সওদাগরি চাই করতে লাটে 

         ঘুরাও না আর দূরের মাঠে 

ভিড়তে দাও নাও তীর্থঘাটে॥ 

 

         ক্লান্ত বন্ধু হয়েছি অধিক 

         ঘুরতে ঘুরতে দিগবিদিক 

দেখাও এবার পথ সঠিক 

         চলতে পারি ঠিক বাটে॥ 

 

ছিলাম অনেক দ্বিধাদ্বন্দ্বে 

পাইনি কিছুই সন্ন্যাসব্রতে 

         জড়িয়ে সকল কাজকামেতে 

দেখছি শান্তি ভবের নাটে॥ 

 

         ভুলিয়ে সব সংসারের মায়া 

         কোথায় মিলে সুখের ছায়া 

ঘরের কোণে যায় পাওয়া 

         আত্মপ্রত্যয় থাকলে বটে॥ 

                  ২৩ পৌষ, ১৪২৪—মানামা, আমিরাত 

৬২ 

অঝরে নয়নে কাঁদছি মনে মনে 

         এই যে প্রীতির সংসার আপনজনে

বেঁধেছে আজ এত মায়ার বাঁধনে 

চলে যাব কাল—রাখবে কি স্মরণে? 

         অঝরে নয়নে কাঁদছি মনে মনে॥

 

এত হাসাহাসি আনন্দের উৎসব 

         এত মাতামাতি আজকের কলরব 

এত আড্ডাআড্ডি বান্ধবের সরব 

ভুলেও কি কবে কেউ লবে মনে? 

         অঝরে নয়নে কাঁদছি মনে মনে॥

 

না গো না—ভুলে যেতে পারি না না

         ক্ষণাতিথির কিছুই হয় না আপনা

ভালোবাসা ভালোবাসি সব বর্ণবর্ণনা 

আড়াল হতেই ভুলে যাবে ক্ষণে! 

         অঝরে নয়নে কাঁদছি মনে মনে॥

                  ২৫ পৌষ, ১৪২৪—মানামা, আমিরাত 

৬৩ 

‘হায় হায়—চাই-ই চাই’ কেন বুঝি না বুঝি না

         কীসের ঘরবাড়ি ভাইবন্ধু আপনজনা!

আজ গেলে কাল পর 

         কাল গেলে সব বিস্মর 

চার দিনশেষে কারও মনে থাকবে না থাকবে না। 

         কীসের ঘরবাড়ি ভাইবন্ধু আপনজনা॥

 

স্ত্রী সন্তানসন্ততি মাতাপিতা আপন—কী আপন 

         কতই স্নেহবন্ধনে বেঁধে রেখেছি সারাক্ষণ! 

রাজা আমি—কাল ভিক্ষুক 

         একে একে ফিরাবে মুখ 

পারের ঘাটে কেউ কারে চিনবে না চিনবে না। 

         কীসের ঘরবাড়ি ভাইবন্ধু আপনজনা॥

                  ২৭ পৌষ, ১৪২৪—মানামা, আমিরাত 

৬৪ 

কিছুই তো বুঝি না আমি 

কেমনে ভালোবাসলে প্রাণের বন্ধুরে পাব আমি—

         কিছুই তো বুঝি না আমি॥ 

 

কেমনে কীভাবে ভালোবাসতে হয় 

         আমার যে জানা নেই কোনো প্রণয়

আমি জানি নে গো কীসে হয় ভালোবাসা দামি—

                  কিছুই তো বুঝি না আমি॥ 

 

কেমনে প্রিয় হয় প্রিয়ের 

আমি তো জানি না কীভাবে মিলে মন প্রেমিকের—

         কেমনে প্রিয় হয় প্রিয়ের॥ 

 

নাজানি কেমনে পাই বন্ধুর দেখা 

         কী অর্থ জীবনের বন্ধুরে অদেখা

জানি না কেমনে হতে পারি বন্ধুর প্রকৃত প্রেমী—

                  কিছুই তো বুঝি না আমি॥ 

                  ১১ মাঘ, ১৪২৪—মানামা, আমিরাত 

৬৫ 

প্রতিটি মুহূর্তে ভাবছি 

         যেমনি হোক আজকে কাটছি। 

                  প্রতিটি মুহূর্তে ভাবছি 

         নাজানি কী হবে কালকের গতি!।

 

প্রতিটি মুহূর্তের নানান বিশ্লেষণে 

         ওঠে আসছে নানাতথ্য প্রতিক্ষণে

                  বিশ্বের রহস্য উন্মোচনে

         কেউ হতাশ কেউ ঈশ্বরে বিশ্বাসী॥

 

অবাকমনে বলে দেখি, 

         হায় হায় ছাড়া করার আছে কী।

                  সবাকমনে বলে দেখি,

         স্রষ্টা আছে চেষ্টা করলে দোষ কী!। 

 

যে যা বলে বলুক কানটা তো আছে 

         অনেকে অনেক কিছু বলবে পাছে

                  ‘ঘামালে বেশি মাথা নষ্ট যে’ 

         এ আস্থার মাঝে যারা তারা নস্যি॥

                  ৩০ মাঘ, ১৪২৪—মানামা, আমিরাত