Posts

বাংলা সাহিত্য

‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৪)

June 9, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

৬৬ 

ঈশ্বরে অস্বীকার—কে হে নিরীশ্বরবাদ 

তুমি কি গো নও সৃষ্টির সেরা আবাদ? 

         দেখ তোমার অবয়বে 

         চিহ্ন আছে কি না তবে 

মানো না মানো সবখানে পরম হাত॥ 

এ মাটিতে—আকাশে-বাতাসে যত দর্শন

অনুসন্ধান কর বন্ধু পেতে পারো নিদর্শন। 

         সসীম হলে সসীম জ্ঞান 

         অসীমে অসম্ভব সন্ধান 

তিনি মহান—মানতে হবে অদ্বয়বাদ॥

                  ১ ফাল্গুন, ১৪২৪—মানামা, আমিরাত 

৬৭ 

জীবনে জীবন হোক সুন্দর মরণে মরণ 

আর কী আমি রেখে যাই স্মরণে স্মরণ। 

         যদি হয় ভুল কোনো অপ্রতুল 

                  মরেও ঘুচবে না এ গণ্ডগোল

যত হোক ভালো মন্দরা ছাড়বে না পেছন। 

জীবনে জীবন হোক সুন্দর মরণে মরণ॥ 

নিজেরে নিজে হে দিতে পারে কে ফাঁকি 

নিজের মধ্যে যদি নিজে উপস্থিত থাকি। 

         কেটে যায় জীবন ভালো করণে 

                  মন্দেক আঁচড়ে ধূলিসাৎ বনে 

এমন কোনো কর্ম নয় জন্ম হয় বিস্মরণ। 

জীবনে জীবন হোক সুন্দর মরণে মরণ॥ 

                  ১৬ আষাঢ়, ১৪২৫—মানামা, আমিরাত 

৬৮ 

তুমি ছাড়া দরদ কেউ বুঝে না 

এ জগৎ স্বার্থ বুঝে আপনা আপনা! 

         ভাই বলি বন্ধু বলি 

                  স্বার্থের মাঝে সকলি

নিজের ভালো না হলে পা রাখে না। 

এ জগৎ স্বার্থ বুঝে আপনা আপনা॥ 

আমারে আমি সঁপতে পারে না সবে 

নিজের খেয়ে পরের জন্য কেন ভাবে! 

         খুব কম জনে পারে 

                  হৃদয়ের মালিক হবারে

দেওয়ার অন্তর সকলেরি হয় না। 

এ জগৎ স্বার্থ বুঝে আপনা আপনা॥ 

                  ২০ আষাঢ়, ১৪২৫—মানামা, আমিরাত 

৬৯ 

আমি শুনেছি—যত জেনেছি 

         বুঝেছি অন্তরের অন্তরে 

                  মানতে পারি নে তুমি নেই। 

আমি ঘুরেছি—যত দেখেছি 

         চিনেছি যেসব অচেনারে 

                  বলতে পারি তুমি জগজ্জুড়েই॥

পেয়েছি পেয়েছি তোমায় 

         আনন্দ ও সুখদুঃখ-কান্নায় 

তুমি যদি থাক না জীবনে 

                  জীবনটা এত রঙের কেমনেই॥

আমি ভেবেছি—পথে নেমেছি 

         নিয়েছি খবর নিয়মের 

                  তুমি ছাড়া গতি নেই নিয়তির। 

আমি পড়েছি—সঙ্কটে গড়েছি 

         খুঁজেছি পথ সমাধানের 

                  তুমি আছ বলে কৃতিত্ব আমির॥ 

বলে বলুক-না কেউ চিন্তে ছাড়া 

         ভাবে না ভাবুক ভালো তারা 

মন্দ যেন গ্রাসে না আমাকে 

                  আমায় বাঁচাও তুমি দ্বন্দ্ব থেকেই॥ 

                  ২২ শ্রাবণ, ১৪২৫—মানামা, আমিরাত 

৭০ 

কে তুমি ভাই করছ না 

         ঈশ্বরের আরাধনা 

                  তোমার সাধনা ভুল।

কে তুমি ভাই মানছ না 

         প্রদর্শকের নির্দেশনা 

                  তোমার রাস্তাও গোল॥

পাবে না পাবে না কোনো শান্তি 

         হবে না হবে না কোনো সুগতি 

নিয়তি ভালো করা যাবে না 

         যতক্ষণ-না হৃদয়ে গণ্ডগোল—

                  তোমার সাধনা ভুল॥

সময় যদি চলে যায়—যায় 

         হাসিঠাট্টা অবহেলায় 

                  পেছন তো ফিরে আসবে না। 

মাঠের শেষপ্রান্তে এসে হায় 

         খুঁজলে প্রথমে হারায় 

                  তবে কি হবে আর পাওনা॥ 

বোঝার মাঝে রইলে বেবুঝ 

         খোঁজার মাঝে না করি খোঁজ 

জানাতে না রাখি সু-জানাশোনা 

         বলে গেলে ভুল শুধু ভুল—

                  তোমার রাস্তাও গোল॥

                  ২৭ ভাদ্র, ১৪২৫—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login